প্রতি বছরই রাজধানীর দুই সিটি কর্পোরেশনের বাসিন্দাদের নাজেহাল করে তোলে ডেঙ্গুর বাহক ক্ষুদ্র মশা। অবস্থা এতটাই শোচনীয় যে সরকারি হাসপাতালগুলোর ডেঙ্গু ওয়ার্ডে রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। গত কয়েক বছরে ডেঙ্গুতে অসংখ্য প্রাণহানি ঘটলেও এর লাগাম টেনে ধরতে পারেনি ঢাকার দুই সিটি কর্পোরেশন। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। সরেজমিনে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শনে দেখা যায়, গত ২২ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত সাতজন নতুন রোগী ভর্তি হয়েছেন। আগে থেকে ভর্তি ছিলেন ১৩ জন। হাসপাতালটির মেডিসিন ওয়ার্ডে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে ভর্তি থাকা রোগীদের বেডে মশারি টাঙানোর নিয়ম থাকলেও কোনো বেডেই তা দেখা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক একজন নার্স বলেন, রোগীদের জন্য মশারি থাকলেও গরমের কারণে অনেকে তা ব্যবহার করতে চান না। আমাদের পক্ষ থেকে টাঙিয়ে দেওয়া হলেও...