গাজায় শান্তি নিশ্চিতে ২০ হাজার সেনা মোতায়েনে আগ্রহী ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে দেশটির প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো, স্বাধীন ফিলিস্তিনের পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে এই প্রস্তাব দেন। সুবিয়ান্তো বলেন, পৃথিবী আজ সংঘাত, অবিচার এবং ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে রয়েছে। প্রতিদিন আমরা দুর্ভোগ, গণহত্যা, আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের সাক্ষী হচ্ছি। নিরাপত্তা পরিষদ যদি এই সিদ্ধান্ত নেয়, তাহলে গাজা কিংবা অন্য যেকোনো জায়গায় শান্তি প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য আমরা ২০ হাজার বা তারও বেশি সেনা মোতায়েন করতে প্রস্তুত। তিনি আরও জানান, ২০২৪ সাল পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ইন্দোনেশিয়া ২,৭১৫ জন সেনা পাঠায়, যা বর্তমানে শান্তিরক্ষী প্রেরণে আমাদের ষষ্ঠ স্থানে নিয়ে এসেছে। এ সময়, প্রয়োজনে ইউক্রেন, সুদান বা লিবিয়াসহ অন্য যেকোনো জায়গায় শান্তিরক্ষী পাঠাতে ইন্দোনেশিয়া ইচ্ছুক বলেও...