নিজস্ব প্রতিবেদক : নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের ফেলে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ‘নিরাপদ সরে যাওয়া’ ছিল একটি পরিকল্পিত কৌশল—এমনটাই দাবি করেছেন কানাডা ভিত্তিক বাংলা সংবাদমাধ্যম নতুন দেশ-এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া বিশ্লেষণে শওগাত আলী বলেন, “নিউইয়র্কে আওয়ামী লীগ একটি বড় বিক্ষোভ করেছে। এটাই ছিল তাদের জন্য ‘মনোবল বাড়ানোর’ মুহূর্ত। কিন্তু একইসঙ্গে দেখা গেছে, ড. ইউনূস এক নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে নির্বিঘ্নে বিমানবন্দর ত্যাগ করেন, আর তার সফরসঙ্গীরা (বিএনপি ও এনসিপি নেতারা) বিক্ষোভকারীদের সামনে পড়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।” তিনি বলেন, “আমার মনে হয়েছে, পুরো বিষয়টি ছিল ড. ইউনূসের একটি ‘মেটিকুলাস ডিজাইন’। তিনি নিজের জন্য নিরাপদ এবং কৌশলগত পথ বেছে নিয়েছেন, কিন্তু রাজনৈতিক নেতাদের ফেলে গেছেন অস্বস্তিকর পরিস্থিতিতে।” শওগাত আলীর মতে, সফরসঙ্গী...