সাত কলেজের নাম (সাইনবোর্ড) বা কাঠামো পরিবর্তন করে কোনো অনুষদে বা স্কুলে রূপান্তর করা যাবে না বলে জানিয়েছে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন। প্রয়োজনে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পৃথক স্থানে প্রতিষ্ঠা করাসহ আট দফা দাবিতে সাতটি কলেজের সামনে মানববন্ধন করেছেন শিক্ষকরা। বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের ব্যানারে পুরান ঢাকায় কবি নজরুল সরকারি কলেজ ইউনিট কলেজের সামনে মানববন্ধন করেন। এতে শিক্ষক-কর্মচারীরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন কবি নজরুল সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। ঢাকার সাত কলেজকে কেন্দ্র করে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামো কেমন হবে, তা নিয়ে আমরা সাত কলেজে কর্মরত শিক্ষকরা দীর্ঘদিন ধরে আলোচনা করে আসছি। এ বিষয়ে আমরা ইতোমধ্যে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবকর্তৃপক্ষকে স্মারকলিপি প্রদান করেছি এবং আমাদের উদ্বেগের বিষয়গুলো স্পষ্টভাবে জানিয়েছি।...