জুলাই আন্দোলনের সময় রাজধানী ঢাকার একটি হত্যা মামলায় পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহমেদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। এদিন একই আদালত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সার আহাম্মদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। একই মামলায় রাজধানীর ক্যান্টনমেন্ট থানা শ্রমিক লীগের সভাপতি খায়রুল খান জুয়েলকে ৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। আদালত সূত্রে জানা গেছে, এদিন পৃথক মামলার এই তিন আসামিকে আদালতে হাজির করে পুলিশ। গুলশান জোনাল টিম ডিবির পরিদর্শক এ এন এম নুরুজ্জামান ও বাড্ডা থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক মামুন পৃথক আবেদনে জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন...