তৈরি পোশাকের পণ্য ছাড়া গত ৫০ বছরে বিশ্ববাজারে বাংলাদেশের পণ্য রপ্তানিতে তেমন কোনো বৈচিত্র না থাকাকে হতাশজনক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী। বুধবার সকালে রাজধানীর ইস্কাটনে যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক চুক্তি বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি। এ সময় বক্তারা জানান, এলডিসি উত্তরণের আগে দেশের অর্থনীতিকে আরো সচল করা জরুরি। আমেরিকার বাজারে বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত শুল্কের হার ৩৫ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হয়েছে। তবে, এই হার কমপক্ষে ১৫ শতাংশ করা না গেলে দেশে ব্যবসায়ীদের খরচ বেড়ে যাবে। এতে তাদের ভবিষ্যৎ গতিপথ অনিশ্চয়তায় থেকে যাবে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান বিআইআইএসএস। এ সময় বক্তারা জানান, যুক্তরাষ্ট্র থেকে এরই মধ্যে এলএনজি, বিমান, গম, তুলাসহ বিভিন্ন পণ্য কেনার জন্য চুক্তি হয়েছে। তবে, সঠিক সময়ে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে...