যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে সাইডলাইন বৈঠক করেছেন ইরান ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা। মঙ্গলবারের এই বৈঠকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে মানুয়েল আলবারেস বুয়েনো গাজা সংকটসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করার পাশাপাশি পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন। এছাড়াও তারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন, বিশেষত দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক পরিস্থিতির অবনতির বিষয়ে। উভয় পররাষ্ট্রমন্ত্রী গাজায় অবরোধ ও গণহত্যা বন্ধ এবং ফিলিস্তিনি জনগণের আত্মনির্ধারণের অধিকার রক্ষার জন্য আন্তর্জাতিক পদক্ষেপের প্রতি জরুরি আহ্বান জানান। বৈঠকে গাজায় গণহত্যা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে স্পেনের ভূমিকারও প্রশংসা করেন আরাকচি। তিনি জোর দিয়ে বলেন,...