বিশ্ব সিনেমার ইতিহাসে সবচেয়ে আইকনিক ব্যক্তিত্বদের একজন ক্লডিয়া কার্ডিনালে আর নেই। ফ্রান্সের প্যারিসের নেমুর শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইতালীয় সিনেমার এই কিংবদন্তী। দীর্ঘদিন ধরে তিনি ফ্রান্সেই বসবাস করে আসছিলেন। মৃত্যুকালে এই মহান অভিনেত্রীর বয়স হয়েছিল ৮৭ বছর। তার এজেন্ট লরেন্ট সভ্রি সংবাদমাধ্যমকে জানান, “তিনি আমাদের জন্য রেখে গেলেন এক অনুপ্রেরণাদায়ী ও স্বাধীনচেতা নারীর উত্তরাধিকার- ব্যক্তিগত জীবনেও, শিল্পী হিসেবেও।” ১৯৩৮ সালের ১৫ এপ্রিল তিউনিসিয়ায় জন্মগ্রহণ করেন ক্লডিয়া। তার পরিবার ইতালির সিসিলি থেকে ব্রিটিশ প্রটেক্টরেট আমলে সেখানে অভিবাসী হয়েছিল। ১৯৫০–এর দশকে তিনি চলচ্চিত্রে প্রবেশ করেন এবং গড়ে তোলেন ছয় দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত এক অসাধারণ ক্যারিয়ার। শতাধিক ছবিতে অভিনয় করা এই তারকা কাজ করেছেন লুচিনো ভিসকন্তি, ফেদেরিকো ফেলিনি, সার্জিও লিওন, মৌরো বোলোনিনি এবং ভার্নার হারজগের মতো বিশ্বখ্যাত নির্মাতাদের সঙ্গে। ভিসকন্তির “ইল...