দুর্গাপূজা উপলক্ষে শপিংমল থেকে শুরু করে অলিগলির দোকানপাটেও জমে উঠেছে কেনাকাটা। রাজধানীর বিপণিবিতানগুলোতে সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে ভিড়। শেষ কয়েকটি দিন আরও জমজমাট বেচাকেনার আশা ব্যবসায়ীদের। জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে বলে জানান ক্রেতারা। বিশেষ করে পোশাকের দাম একটু বেশি বলে জানান অনেকে। তারপরও উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে পরিবারের সবার জন্য সাধ্যের মধ্যেই চলছে কেনাকাটা। ছোটরা বেছে নিচ্ছে রঙিন পোশাক, বড়রা কিনছেন অলঙ্কার ও সাজসজ্জার নানা উপকরণ। শুধু পোশাক বা অলঙ্কার নয়, পূজার আয়োজন ঘিরে গৃহসজ্জা সামগ্রীও কিনছেন অনেকে। এ ছাড়া মিষ্টি আর উপহারসামগ্রী কেনারও ধুম লেগেছে। দুপুরের...