ইউটিউব কনটেন্ট নির্মাতারা ২০২৪ সালে যুক্তরাজ্যের অর্থনীতিতে ২ দশমিক ২ বিলিয়ন বা ২২০ কোটি পাউন্ড অবদান রেখেছেন। সেই সঙ্গে তারা ৪৫ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছেন-অক্সফোর্ড ইকোনমিকসের জরিপে এ তথ্য উঠে এসেছে। এ তথ্য দেখে বোঝা যায়, অনলাইন কনটেন্টের জনপ্রিয়তা বাড়ছে। এ বাস্তবতায় ব্রিটিশ কনটেন্ট নির্মাতা ও ইনফ্লুয়েন্সারদের স্বার্থ রক্ষায় সর্বদলীয় পার্লামেন্টারি গ্রুপ গঠিত হয়েছে। গ্রুপটির সহসভাপতি এনফিল্ড নর্থের লেবার এমপি ফেরিয়াল ক্লার্ক বলছেন, ‘এই কনটেন্ট নির্মাতারা ‘নতুন সৃজনশীল বিপ্লবের পথিকৃৎ, যদিও ওয়েস্টমিনস্টারে এত দিন তাঁদের উপেক্ষা করা হয়েছে।’ জনপ্রিয় ব্রিটিশ কনটেন্ট নির্মাতা লিলি সাবরি ইউটিউবে ফিটনেস ভিডিও প্রকাশ করেন। এখন তার অনুসারীর সংখ্যা প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন বা ৬৫ লাখ। তিনি এই গবেষণা ও পার্লামেন্টারি গ্রুপ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। সাবরি বিবিসিকে বলেন, ‘অনেক বছর ধরে মানুষের মনে...