২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পিএম হান্সি ফ্লিকের কপালের ভাজ বাড়তেই আছে। হাঁটুতে অস্ত্রোপচারের কারণে এবার লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন বার্সেলোনার মিডফিল্ডার গাভি। এক বিবৃতিতে লা লিগা চ্যাম্পিয়নরা মঙ্গলবার জানিয়েছে, ২১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের সেরে উঠতে সময় লাগবে চার থেকে পাঁচ মাস। গত বছরের নভেম্বরে হাঁটুর এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিড়ে যায় গাভির। এ মৌসুমের প্রথম দুই ম্যাচ খেলার পর অগাস্টে ক্লাবের হয়ে অনুশীলনের সময় ফের ডান হাঁটুতে চোট পান তিনি। আগের ম্যাচে পায়ের পেশিতে টান লেগে দুই থেকে তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন তরুণ মিডফিল্ডার ফের্মিন লোপেস। তার আগে থেকেই মাঠের বাইরে আছেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন, লামিনে ইয়ামাল, গাভি ও আলেহান্দ্রে বাল্দে। মৌসুমের শুরুতে গাভিরও লম্বা সময়ের জন্য ছিটকে যাওয়া দলটির...