ঢাকা: গত শুক্রবার দেশের আট বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়েছিল। আর এই পরীক্ষার ফলফল তৈরির কাজ অনেকটাই গুছিয়ে নিয়েছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)।আগামীকাল বৃহস্পতিবার ফল তৈরির কাজ শেষ হলে এদিনই ফল প্রকাশ করা হতে পারে। আর শেষ করতে না পারলে আগামী রোববার (২৮ সেপ্টেম্বর) এ বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করা হবে।পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বলেন, আজ ফল প্রকাশের কোনো সম্ভাবনা নেই। রোববারের মধ্যে ফল প্রকাশিত হবে। আগামীকাল বৃহস্পতিবার ফল প্রকাশের প্রস্তুতি শেষ হলে এদিন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।এদিকে আগামী রবিবারের মধ্যে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হলে বিসিএস প্রিলির ফল প্রকাশে নতুন রেকর্ড গড়বে পিএসসি।৪৭তম বিসিএসের প্রিলিমিনারিতে পরীক্ষায় অংশগ্রহণ করতে আবেদন করেছিলেন ৩ লাখ...