প্রকৃতিপ্রেমী থেকে শুরু করে নতুন গাছের অভিভাবক – সবার জন্য ভিন্ন রকমের উপহারের ধারণা গাছ মানে শুধু টবের মধ্যে সবুজ পাতার সমাহার নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে আবেগ, যত্ন আর ভালোবাসা। যারা গাছ ভালোবাসেন, তাদের জন্য উপহার বেছে নেওয়া সবসময় সহজ নয়। তবে যুক্তরাষ্ট্রের ‘ফেমাস ইন ওরেগন’-এর প্রতিষ্ঠাতা ও উদ্যান বিশেষজ্ঞ ট্যানার মিচেল মনে করেন, “উপহার হিসেবে গাছ দেওয়া যেমন সুন্দর, তেমনই আছে আরও অসংখ্য সৃজনশীল বিকল্প।” রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে একই মত প্রকাশ করেছেন ‘প্ল্যান্ট.সিপ.ভাইব’-এর প্রতিষ্ঠাতা ব্রিট পেরিশ। তার মতে, "গাছপ্রেমীরা কেবল নতুন গাছেই আনন্দ পান না, বরং এমন সব উপকরণও তাদের খুশি করে যা গাছের যত্ন নেওয়াকে আরও সহজ করে তোলে।" গাছ যেমন সৌন্দর্য বাড়ায়, তেমনি গাছ-অনুপ্রাণিত সাজসজ্জার জিনিসও বাড়িকে করে তোলে আরও প্রাণবন্ত। ছোট শোপিস, ঝুলন্ত...