শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে ‘টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ট্র্যাব আয়োজিত সাংস্কৃতিক সংকট : উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় ও ট্র্যাব এক্সিলেন্ট অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন চলচ্চিত্র প্রঘোজক অভিনেতা ও ব্যবসায়ী আসিকুর রহমান নাদিম । ট্র্যাব সভাপতি কাদের মনসুরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্র নাট্যকার ছটকু আহমেদ, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমদ, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি কামরুল হাসান দর্পণ, ট্র্যাব সাধারণ সম্পাদক সুহৃদ জাহাঙ্গীর, অভিনেতা মোশাররফ হোসেন, অভিনেত্রী ফারজানা ছবি, সংগীতশিল্পী নাদিয়া ডোরা, সুমন, শারমিন আহমেদ মিন্নী প্রমুখ বক্তব্য দেন। সম্মাননা প্রসঙ্গে আসিকুর রহমান নাদিম বলেন, আমি খুবই অভিভূত এবং...