কর্পোরেট ডেস্ক: তিশক্যান আয়োজিত “তিশক্যান পিংক আফটারনুন: ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস অ্যান্ড ওয়েলনেস” ইভেন্টের পার্টনার হতে যাচ্ছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। আগামী শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় গুলশান সোসাইটি লেক পার্কের জগার্স পার্কে ইভেন্টটি অনুষ্ঠিত হবে। ইভেন্টে বিশেষ আলোচনার পাশাপাশি ক্যান্সার সারভাইভাররা তাদের সার্বিক অভিজ্ঞতা শেয়ার করবেন। ‘পিংক আফটারনুন’ তিশক্যান-এর পিংক অক্টোবর প্রোগ্রামের একটি অংশ। ইভেন্টে, ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরতে মেডিকেল, কর্পোরেট এবং ওয়েলনেস কমিউনিটির প্রতিনিধিরা একত্রিত হবেন। এছাড়া, সার্টিফায়েড ইন্সট্রাক্টর জিন আয়ান একটি জুম্বা সেশন পরিচালনা করবেন। আলোচনা পর্বে, প্র্যাক্টিসিং সার্জন ডা. শিফাত তানজিলা ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ও প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ বিষয়ে বিভিন্ন পরামর্শ দিবেন এবং উর্মি গ্রুপের পরিচালক ও ব্রেস্ট ক্যান্সার সারভাইভার শামারুখ ফখরুদ্দিন তাঁর অভিজ্ঞতার কথা শেয়ার করবেন। পাশাপাশি...