ইউএসইটি’র ভাইস-চ্যান্সেলর (ডিজিগনেট) প্রফেসর ড. ইঞ্জিনিয়ার এ. কে. এম. ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রফেসর ড. সাবিনা ইয়াসমিন এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জুনায়েবুর রশিদ। এছাড়াও ইউএসইটি’র বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন শিক্ষকবৃন্দ সভায় অংশগ্রহণ করেন। এ সভাটি প্রাইভেট ইউনিভার্সিটি আইন ২০১০ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নির্দেশনার আলোকে অনুষ্ঠিত হয় । সভায় প্রাইভেট ইউনিভার্সিটি আইন ২০১০ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর নির্দেশিকা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নীতিমালা চূড়ান্তকরণ, পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক নিয়োগ এবং শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় ইউএসইটি’র সম্মানিত উপাচার্য বলেন,“আজকের সভা ইউএসইটি’র জন্য একটি ঐতিহাসিক সূচনা। আমরা দক্ষতা-ভিত্তিক, গবেষণামুখী এবং বৈশ্বিকভাবে...