এশিয়া কাপ ফুটসাল বাছাইয়ের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে লড়াকু শুরু করেছিল বাংলাদেশ। প্রথমার্ধ শেষ করেছিল সমতায় থেকে। কিন্তু দ্বিতীয়ার্ধে কি যেন হয়ে গেল, একের পর এক গোল হজম করে বড় ব্যবধানে হার দেখল বাংলাদেশ। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) মালয়েশিয়ায় এশিয়া কাপ বাছাইয়ে আরব আমিরাতের বিপক্ষে ৮-২ গোলে হেরেছে বাংলাদেশ। শুরুটা বাংলাদেশ ভালোই করেছিল। ৪০ মিনিটের ফুটসালে প্রথমার্ধের ২০ মিনিটে দেখা মেলে লড়াকু এক বাংলাদেশের। এগিয়ে যেতে দেয়নি আরব আমিরাতকে। এই অর্ধে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে দ্বিতীয়ার্ধে ঠিক সেই বাংলাদেশের দেখা মিলল না। প্রথমার্ধে এক গোল হজম করা বাংলাদেশ দ্বিতীয়ার্ধে হজম করল একে একে সাতটি গোল। বিপরীতে আরব আমিরাতের জাল খুঁজে পেল মাত্র একবার। দুই অর্ধ মিলিয়ে তাই ফলাফলটা আর ভালো থাকল না। ফুটসালে অবশ্য...