দেশের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ষড়যন্ত্র দেখছে এই সময়ের অন্যতম প্রধান রাজনৈতক দল বিএনপি। শুধু দেশে নয়; আন্তর্জাতিক পর্যায় থেকেও বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে দলটি। সংস্কার ও পিআর পদ্ধতির ধুয়া তুলে মুক্তিযুদ্ধবিরোধী দল জামায়াত এবং ইসলামী আন্দোলন নির্বাচন বানচালের চক্রান্তে নেমেছে, এমনকি বিএনপির বিরুদ্ধে অপবাদ ও অপপ্রচারে লিপ্ত রয়েছে বলে অভিযোগ করে আসছেন শীর্ষ নেতারা। ছাত্র-জনতার আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নেয়। সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশন ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে জাতীয় সনদ বা জুলাই সনদের খসড়া তৈরি করেছে। এই জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে পক্ষে-বিপক্ষে দলগুলোর মধ্যে বাগাড়ম্বর চলছে। এর সঙ্গে যোগ হয়েছে সরকার ঘোষিত জাতীয় সংসদ...