নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা নিয়ে শিক্ষাজীবনে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল এএসএম রিদওয়ানুর রহমান।বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।এ সময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন এক নতুন জীবন, রোমাঞ্চকর অধ্যায়। স্কুল-কলেজের জীবনের চেয়ে বিশ্ববিদ্যালয় জীবন একটু অন্যরকম। এর সঙ্গে মানিয়ে নিতে হবে। এই জীবনে সুখকর মুহূর্ত থাকবে, চ্যালেঞ্জ থাকবে। দুটোর জন্যই প্রস্তুত থাকতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে আলোকিত মানুষ হওয়া। নিজের স্বার্থের চেয়ে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার মানসিকতা নিয়ে শিক্ষাজীবনের এ ধাপে দৃঢ়তায় এগিয়ে যেতে হবে।তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন পুঁথিগত বিদ্যার বাইরের এক নতুন জীবন। এ...