ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য মতিউর রহমানের জামিন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে সাদিক অ্যাগ্রোর আলোচিত চেয়ারম্যান ইমরান হোসেনকে দুদকের আরেক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন সকাল ১০টার দিকে আসামিদের কারাগারে থেকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তাদেরকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় রাখা হয়। বেলা ১২টার দিকে পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনীর ভেতর দিয়ে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসে ওঠানো হয়। এসময় আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন মতিউর রহমান। পরে কাঠগড়ায় রাখা বেঞ্চে বসেন মতিউর ও ইমরান। তারা একে অপরকে দেখে খোশগল্পে মেতে ওঠেন। প্রায় ১০ মিনিট হাসিমুখে তাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে দেখা গেছে। পরে একটি মামলায়...