বরিশালে অনুষ্ঠিত হলো প্রযুক্তির সহায়তায় সংঘটিত জেন্ডার-ভিত্তিক সহিংসতা প্রতিরোধে আইনি সহায়তা বিষয়ক পরামর্শ সভা। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন (বিএনএনআরসি)। উল্লেখ্য, পরামর্শ সভাটি অনুষ্ঠিত হয়েছে বিএনএনআরসি’র ‘স্ট্রেনদেনিং রেজিলিয়েন্স এগেইনস্ট টেকনোলজি ফেসিলিটেটেড জেন্ডার বেইসড ভায়োলেন্স (টিএফজিবিভি) এন্ড প্রমোটিং ডিজিটাল ডেভেলপমেন্ট’ প্রকল্পের আওতায়। প্রকল্পটি নাগরিকতা: সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) কর্মসূচির অংশ। এটি বাস্তবায়নে কারিগরি সহায়তা দিয়েছে জিএফএ কনসালটিং গ্রুপ এবং অর্থায়ন করেছে সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি)। আইনি বিষয় নিয়ে এই পরামর্শ সভায় বিভিন্ন সেক্টর থেকে ৪১জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেন, যার মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক-সার্বিক, উপ-পরিচালক ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, আইনি সহায়তা প্রদানকারী আইনজীবীবৃন্দ, পাবলিক প্রসিকিউটর, প্যানেল আইনজীবী, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ জেলা কমিটির সদস্য, ব্লাস্ট আইনজীবী, আইন সালিশ কেন্দ্র প্রতিনিধি, মানবাধিকার জোটের সদস্য, কেবল অপারেটর,...