দুই দলে দুজনেই সেরা বোলার। মোস্তাফিজুর রহমানের মতো জাসপ্রিত বুমরাহও মূল অস্ত্র। রান চাপানো, উইকেট তোলা কিংবা ব্যাটারদের পরাস্ত করতে দুজনেরই জুড়ি মেলা ভার। বাংলাদেশ ও ভারতের দুই সেরা অস্ত্রের সক্ষমতা নিয়ে নিশ্চিত ভাবেই প্রশ্ন উঠবে না। তবে সেরা দুইয়ের অর্জনের খেরোখাতায় পার্থক্য করা যেতেই পারে! এখন পর্যন্ত কুড়ি কুড়ির ক্রিকেটে ৭৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন বুমরাহ। মোস্তাফিজের ঝুলিতে ১১৭টি। ফিজ যখন ৭৩ ম্যাচ খেলেছেন সেই হিসেব ধরে দুজনের তুলনা করা হচ্ছে। এই প্রতিবেদনে দেখানো হবে দুই দলের সেরা দুই অস্ত্রর পার্থক্য। জানা যাবে, উইকেট, রান এবং জয়-পরাজয়ে ৭৩ ম্যাচ শেষে—কে কোথায় ছিলেন! এশিয়া কাপে দুর্দান্ত শুরু করলেও এখন ধুঁকছেন বুমরাহ। শেষ দুই ম্যাচে বিলিয়েছেন দেদারছে রান। এখন পর্যন্ত টুর্নামেন্টে ৩০.৬৬ ইকোনমিতে তিনটি উইকেট নিয়েছেন বুমরাহ। ফিজের ঝুলিতে ৭টি উইকেট। বাংলাদেশকে...