প্রতিবছর ২৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব ফুসফুস দিবস। ফুসফুস আমাদের শরীরের অন্যতম প্রধান অঙ্গ, যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ ও কার্বন-ডাই-অক্সাইড ত্যাগের কাজ করে। ফুসফুস সুস্থ না থাকলে মানুষের জীবন টিকিয়ে রাখা সম্ভব নয়। কিন্তু আধুনিক জীবনযাত্রা, ধূমপান, বায়ুদূষণ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সংক্রমণ ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিদিন কোটি কোটি মানুষ ফুসফুসজনিত রোগে আক্রান্ত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (বিশ্ব স্বাস্থ্য সংস্থা), আন্তর্জাতিক শ্বাসতন্ত্র সংস্থার ফোরাম, হাঁপানি নিয়ন্ত্রণে গ্লোবাল উদ্যোগ এবং দীর্ঘস্থায়ী ফুসফুস রোগ নিয়ন্ত্রণে গ্লোবাল উদ্যোগসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা যৌথভাবে এ দিবস পালন করে। উদ্দেশ্য একটাইÑমানুষকে সচেতন করা, ঝুঁকির কারণ বোঝানো এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করা। ফুসফুসের রোগের প্রধান কারণ ধূমপান ও তামাকজাত দ্রব্য। ধূমপান ফুসফুস ক্যানসার, দীর্ঘস্থায়ী ব্রঙ্কাইটিস, এমফিসেমা ও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজের অন্যতম কারণ। শহরাঞ্চলের ধোঁয়া,...