চার বছরের জন্য বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতির দায়িত্ব পেয়েছেন সাজ্জাদ জহির চন্দন; আর সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ আল ক্কাফী রতন। দুজনই এতদিন দলের প্রেসিডিয়াম সদস্যের দায়িত্ব পালন করে আসছিলেন। ত্রয়োদশ কংগ্রেসের মধ্য দিয়ে বুধবার নতুন নেতৃত্ব নির্বাচন করে সিপিবি। এ আগে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির ৪৩ সদস্যকে নিয়ে শুরু হয় নতুন নেতৃত্ব নির্বাচনের বৈঠক। বৈঠকে উপস্থিত মানবেন্দ্র দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে বলেন, "সভাপতি পদে কাজী সাজ্জাদ জহির চন্দন; আর সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ আল ক্কাফী রতন নির্বাচিত হয়েছেন।" এর আগে ২০২২ সালে দ্বাদশ কংগ্রেসে মোহাম্মদ শাহ আলম সভাপতি ও রুহিন হোসেন প্রিন্স সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। বিদায়ী সাধারণ সম্পাদক বলেন, "আমাদের নতুন সভাপতি-সম্পাদকসহ কমিটির অন্যান্য পদের দায়িত্ব দেওয়া হয়েছে; আমি এখন সদস্য হিসেবে...