কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা রাজধানী জুড়ে ঝটিকা মিছিল করেছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টার পর এই মিছিলগুলো অনুষ্ঠিত হয়। এরই মধ্যে পুলিশ অভিযান শুরু করেছে। অন্তত অর্ধশতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে ককটেলও উদ্ধার করা হয়েছে। জানা যায়, বুধবার দুপুর ২টার দিকে রাজধানীর পান্থপথে মিছিল শুরু করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মিনিট কয়েক স্থায়িত্ব হয় এই মিছিলটির। পরে পুলিশ এসে পাণি ভবন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ককটেল জব্দ করে। এছাড়াও ফার্মগেট, সংসদ ভবন, শেরে বাংলা নগর, হাতিরঝিল ও গুলিস্থান এলাকায় মিছিল হওয়ার ভিডিও আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রাজধানীর ফার্মগেট, পানি ভবনসহ তেজগাঁও এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী...