সেপ্টেম্বর মানেই নিউইয়র্কে কূটনীতির এক বিশাল নাট্যদলের ঝড়। লাল কার্পেট, ঝলমলে আলো, ক্যামেরার ফ্ল্যাশÑসবকিছু প্রস্তুত রাষ্ট্রপ্রধানদের শোভা দেখানোর জন্য। জাতিসংঘ সদর দফতর তখন পরিণত হয় ভাষণ, প্রতিশ্রুতি এবং কূটনীতির এক বড় মঞ্চে। কিন্তু এই ঝলকানি যতই দৃষ্টিনন্দন হোক, অতীতের ভুলের ছায়া সবসময় মঞ্চের কোণে দেখা যায়। গত কয়েক দশক ধরে আমরা দেখেছিÑকত বক্তৃতা হয়েছে, কত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবের মাঠে ফলাফল প্রায়শই নীরব। উন্নয়নশীল দেশগুলোর জন্য আন্তর্জাতিক তহবিলের প্রতিশ্রুতি এসেছে, কিন্তু তার অধিকাংশই আটকা পড়েছে জটিল শর্ত আর আমলাতান্ত্রিক জটিলতায় । জলবায়ু পরিবর্তন নিয়ে হাজারো সম্মেলন হয়েছে, কিন্তু কার্বন নির্গমন ঠেকানোর প্রতিশ্রুতি আজও বাস্তবে পূর্ণ হয়নি। যুদ্ধবিগ্রস্ত অঞ্চলগুলোতে শান্তি স্থাপনের কথা বলা হয়েছে, কিন্তু অস্ত্র বাজারের নতুন চুক্তি আর ক্ষমতার দখলই বাস্তবতা। অতীতের এই ভুল আমাদের শেখায়Ñশব্দের ঝলমলে আবরণে...