অ্যানফিল্ডে শেষ মুহূর্তের নাটক। ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে দারুণ এক গোল করে লিভারপুলকে জিতিয়েছেন, আবার একই সঙ্গে দলের জন্য সমস্যা তৈরি করেছেন নিজের উদযাপনেই। মঙ্গলবার রাতে লিগ কাপের ম্যাচে দ্বিতীয় স্তরের সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে বৃটিশ রেকর্ড গড়ে নিউক্যাসল থেকে লিভারপুলে আসা আলেকজান্ডার ইসাক গোল করে দলকে গিয়ে দেন। বিরতির পর তার জায়গায় নামেন একিতিকে। তবে মাঠে নামার পর প্রথমেই অযথা হাতে বল মেরে হলুদ কার্ড দেখেন তিনি। ৭৯ মিনিটে সাউদাম্পটন সমতা ফেরায়। কিন্তু ৮৫ মিনিটে ফেদেরিকো চিয়েসার নিখুত পাস থেকে জয়সূচক গোলট করেন একিতিকে। গোলের পর উত্তেজনায় জার্সি খুলে ক্যামেরার সামনে দেখান তিনি। নিয়ম ভেঙে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এতে আগামী সপ্তায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে খেলতে পারবেন না এই...