ঢাকা : কিছু দিন ধরে ফের শিরোনামে দীপিকা পাড়ুকোন। ‘কল্কি ২৮৯৮ এডি’র সিকুয়েল থেকে বাদ পড়েছেন তিনি। সন্দীপ রেড্ডী বাঙ্গার ‘স্পিরিট’ ছবি থেকে পড়ার কয়েক মাসের মধ্যেই এই সিদ্ধান্ত ঘোষণা করেন ‘কল্কি’ নির্মাতারা। এই প্রসঙ্গে মিলল নতুন তথ্য।সূত্রের খবর, প্রভাস অভিনীত ছবি থেকে বাদ পড়ার আগে ২০ দিন শুট করে ফেলেছিলেন দীপিকা। কাজ শুরুর পরেই নাকি ঝামেলা বাধে। কী হয়েছিল? প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্রে খবর, দীপিকা নাকি তাঁর পারিশ্রমিক ২৫ শতাংশ বাড়িয়ে দিতে বলেন।সেই সঙ্গে ৭-৮ ঘণ্টার বেশি কাজ না করতে পারার শর্তও দেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, অভিনেত্রী জানতেন প্রথম ছবিতে যে পরিমাণ প্রশংসা তিনি পেয়েছেন, তার পরে সিকুয়েলে তাঁর চরিত্রে অন্য কাউকে নেওয়া হবে না। অতিরিক্ত আত্মবিশ্বাসই কি অভিনেত্রীর কাল হল?পারিশ্রমিক নিয়ে যখন তর্ক চরমে পৌঁছোয় তখন...