নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) চীন-বাংলাদেশ সাংস্কৃতিক বিনিময়ের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে ঢাকা-চায়না ডে ২০২৫ ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং বাংলাদেশে অবস্থিত গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই উৎসব গল্প বলার ঐতিহ্য, সংস্কৃতি এবং আন্তঃ সাংস্কৃতিক সহযোগিতার একটি অনন্য উদযাপন। উদ্বোধনী দিনে দুটি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র প্রদর্শিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেইন অডিটোরিয়ামে প্রদর্শিত হয় চীনের প্রশংসিত চলচ্চিত্র (দ্যা ট্রোথ ১), যেখানে দর্শকরা চীনের সমসাময়িক সমাজের প্রতিফলন তুলে ধরা শক্তিশালী কাহিনীতে মুগ্ধ হন। চলচ্চিত্রটির পরিচালক মি. ঝোউ ওয়েনউবেই ভার্চুয়ালি যুক্ত হয়ে চলচ্চিত্রটির অনুপ্রেরণা এবং সাংস্কৃতিক প্রেক্ষাপট নিয়ে তার অভিজ্ঞতা শেয়ার করেন। দুপুরে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের দিকে আলোকপাত করা হয়। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শিত উৎসব, যা দর্শকদের মধ্যে ব্যাপক...