মহানবীর (সা.) স্ত্রী উম্মুল মুমিনীন খাদিজা বিনতে খুওয়াইলিদ (রা.) ছিলেন মহানবীর (সা.) ওপর ঈমান আনা ও ইসলাম গ্রহণ করা প্রথম মানুষ; নারী-পুরুষ সবার মধ্যে প্রথম। মহানবীর (সা.) ওপর যখন প্রথম ওহি অবতীর্ণ হয়, তিনি ভয় পেয়ে ছুটে গিয়েছিলেন হজরত খাদিজার (রা.) কাছে। তাকে তিনি খুলে বলেছিলেন, সেই আশ্চর্য ঘটনা, নিজের ভয় ও আশংকার কথা। তখন হজরত খাদিজা (রা.) তাকে সান্ত্বনা দেন এবং ইসলাম গ্রহণ করেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত রয়েছে, ওহি অবতীর্ণ হওয়ার পর মহানবী (সা.) খাদিজার (রা.) কাছে কম্পিত হৃদয়ে ফিরে এলেন এবং বললেন, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও। কম্বল দিয়ে ঢেকে দেওয়া হলে তার ভয় কিছুটা কাটলো। তিনি খাদিজার (রা.) কাছে পুরো ঘটনা বর্ণনা করে বললেন, আমি আমার জীবন সম্পর্কে শঙ্কাবোধ করছি। খাদিজা...