শালবন থেকে সুন্দরবন—সবখানেই মানুষের লোভ আর উদাসীনতার কারণে প্রকৃতি বিপর্যস্ত হচ্ছে। গাছ কেটে, পাহাড় উজাড় করে আর নদী শুকিয়ে দিয়ে আমরা নিজেরাই ডেকে আনছি খরা, বন্যা, জলোচ্ছ্বাস ও দুর্যোগের অভিশাপ। এখনই লোভ সংবরণ করতে না পারলে একসময়ের অরণ্যঘেরা বাংলাদেশ মরুভূমিতে পরিণত হতে হয়তো খুব বেশি দিন লাগবে না। বাংলাদেশের বনভূমি আজ মানুষের লোভে ক্ষতবিক্ষত। একসময়ের সবুজের ঢেউ কেটে ফেলে আমরা নিজেদের বুকেই অস্থিরতার বিষ ঢালছি। প্রকৃতির বুক চিরে যখন গাছ পড়ে, তখন কেবল কাঠ হারায় না—হারিয়ে যায় পাখির ডানা, প্রাণীর আশ্রয়, মানুষের শ্বাস নেওয়ার শেষ ভরসা। প্রতিদিন নির্বিচারে বন উজাড়ের দৃশ্য যেন এক নিঃশব্দ হত্যাযজ্ঞ; বিলুপ্ত হচ্ছে উদ্ভিদ-প্রাণীর অস্তিত্ব, ভেঙে পড়ছে জীবনের ভারসাম্য। বন কেবল গাছের সমষ্টি নয়, এটি জীবনের ছায়াঘন আশ্রয়। গাছ আমাদের নিঃশ্বাসে প্রাণ যোগায়, আকাশ থেকে নেমে...