২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৫ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম মাত্র এক সপ্তাহের ব্যবধানে ভারতের কাছে দু-বার পর্যুদস্ত হয়েছে পাকিস্তান। বাইশ গজে দু-দেশের সাম্প্রতিক সাক্ষাতের রেকর্ড বলছে, এই ম্যাচে ভারতের জয় এবং পাকিস্তানের হারটাই ভবিতব্য। এমনই পরিস্থিতিতে পাক ক্রিকেটে ডামাডোল তুঙ্গে। দেশের ক্রিকেটকে খোঁচা দিতে ছাড়েননি পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। -জাগোবাংলা কাপ্তানের ‘দাওয়াই’, পাকিস্তানের হয়ে ব্যাট হাতে মাঠে নামুক সেনাপ্রধান আসিম মুনির আর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। একমাত্র তাহলেই ভারতকে হারাতে পারবে পাকিস্তান। অন্যদিকে, প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতার চান জাতীয় দলের কোচ হতে। একাধিক মামলায় জেলবন্দি ইমরান। সোমবার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী তথা কিংবদন্তি ক্রিকেটারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর বোন আলিমা খান। পরে সংবাদমাধ্যমের সামনে আলিমা বলেন, ইমরান বলেছে, ভারতকে হারাতে গেলে পাকিস্তানের সামনে একটাই...