সময়ের সঙ্গে বল পায়ে ক্রমেই আরও দুর্দান্ত ও ধারাবাহিক হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। গত মৌসুমে বার্সেলোনার তিন শিরোপা জয়ে তার ছিল অসামান্য ভূমিকা। তবে, মাঠে যতই ভয়ঙ্কর হয়ে ওঠেন না কেন, তার চোখে-মুখে এখনও কৈশোরের ছাপ স্পষ্ট। বয়সও তো কেবল ১৮। আর এই বয়সের কারণেই এবার তাকে ব্যালন দ’র দেওয়া হয়নি, দাবি লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসের। সাংবাদিকদের ভোটে সোমবার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন উসমান দেম্বেলে। ইয়ামাল হয়েছেন দ্বিতীয়। এই রাতেই অবশ্য নতুন ইতিহাস গড়েছেন ইয়ামাল; ২১ বছরের নিচে সেরা ফুটবলারের পুরস্কার ‘কোপা ট্রফি’ একাধিকবার জয়ের অনন্য কীর্তি গড়েছেন তিনি। ক্যারিয়ারে প্রথমবার ব্যালন দ’র জেতা দেম্বেলের বয়স এখন ২৮। ইয়ামালের চেয়ে ১০ বছরের বড়। তেবাস মনে করেন, ইয়ামালের এবার পুরস্কারটি জিততে না পারার এটা একটা কারণ। “ওর (ইয়ামাল) বয়স যদি...