হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আসন্ন দুর্গাপূজা ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে উদযাপন করার আহবান জানিয়েছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে বিএনপি সর্বাত্মক সহযোগিতা করবে। বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় এবং ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাসী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধর্ম, বর্ণ, ভাষা, সংস্কৃতি নির্বিশেষে সব মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ দেশ ও জাতি গড়তে চান। তিনি ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার প্রতি তারেক রহমানের পাশে থেকে সহযোগিতার আহবান জানান। সোমবার দুপুরে ধোবাউড়া ডাকবাংলো হলরুমে ধোবাউড়া উপজেলা পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে পূজার প্রস্তুতি বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া তিনি বিএনপির নেতাদের যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় ছিলেন ধোবাউড়া উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুভাষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক দিলীপ কুমার...