১৯৯৫ সালের ১৮ সেপ্টেম্বর। ব্যক্তিগত লড়াইয়ের মাঝেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার বিরুদ্ধে সরব হয়েছিলেন দিয়েগো আরমান্দো ম্যারাডোনা। প্যারিসের মেরিডিয়ান হোটেলে ফরাসি তারকা এরিক ক্যান্টোনা সহ আরও ১৩ জন বিশ্বমানের ফুটবলারকে সঙ্গে নিয়ে তিনি গঠন করেন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব প্রফেশনাল ফুটবলার্স (এআইএফপি)। উদ্দেশ্য ছিল—ফিফার একচেটিয়া কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানানো এবং খেলোয়াড়দের অধিকার রক্ষা। ম্যারাডোনার এই উদ্যোগের পেছনে ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ। ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপে দুপুরে ম্যাচ আয়োজন নিয়ে আপত্তি, ১৯৯৪ বিশ্বকাপে ডোপিং কেলেঙ্কারিতে ১৫ মাসের নিষেধাজ্ঞা—সবকিছু মিলিয়ে ফিফার সঙ্গে তার সম্পর্ক তখন উত্তপ্ত। প্যারিসে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেছিলেন, ‘ফুটবলে যা কিছু হয়, খেলোয়াড়দের মতামতও থাকতে হবে। কথা না শুনলে আমরা পদক্ষেপ নেব। ’ ম্যারাডোনার পাশে দাঁড়িয়েছিলেন এরিক ক্যান্টোনা, লরেন্ট ব্ল্যাঙ্ক, জানলুকা ভিয়াল্লি, সিরো ফেরারা, জিয়ানফ্রাঙ্কো জোলা, ব্রাজিলের রাই, লাইবেরিয়ার জর্জ...