মো. ইমদাদুল ইসলাম, যবিপ্রবি ||রাইজিংবিডি.কম ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের আন্দোলনের ঢেউ ওঠে। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে একে একে পদত্যাগ করতে থাকেন বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা। তারই ধারাবাহিকতায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্যও পদত্যাগ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ মহামান্য রাষ্ট্রপতির আদেশে যবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।আরো পড়ুন:নিরাপদ খাদ্য সরবরাহ করেন যবিপ্রবি শিক্ষার্থী সুজাবিশ্বসেরা গবেষকের তালিকায় যবিপ্রবির ৯ শিক্ষক দায়িত্ব নেয়ার পর থেকে তিনি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি পূরণ, একাডেমিক ও অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতির পথে যবিপ্রবিকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মাত্র ১ বছরে যবিপ্রবি দেশের শিক্ষা অঙ্গনে যেমন নতুন দিগন্ত উন্মোচন করেছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও জায়গা করে নিয়েছে।...