আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের নতুন একটি জরিপের ফল প্রকাশ করেছে বেসরকারি সংস্থা ইনোভিশন। জরিপের তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে ৪৫ দশমিক ৬ শতাংশ ভোট পাবে বিএনপি। যেখানে জামায়াতে ইসলামী পাবে ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট। ৪ দশমিক ৭ শতাংশ ভোট পাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩ দশমিক ৮ এবং জাতীয় পার্টিকে ২ দশমিক ১ শতাংশ ভোটার ভোট দেবেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় আর্কাইভস অডিটোরিয়ামে ইনোভিশন কনসাল্টিং ফার্ম ‘জনগণের নির্বাচন ভাবনা’ শীর্ষক জরিপের ফল প্রকাশ করে। ফলাফলে উঠে এসেছে, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে ১৮ দশমিক ৮০ শতাংশ ভোট পেতে পারে। এ ক্ষেত্রে বিএনপি ৩৯ দশমিক ১ শতাংশ, জামায়াত ২৮ দশমিক ১ শতাংশ, এনসিপি ৪ দশমিক ১০ শতাংশ ভোট পেতে...