২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ পিএম অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড দলে বেন স্টোকসের সহকারীর ভূমিকায় দেখা যাবে হ্যারি ব্রুককে। প্রায় তিন বছর পর ফিরেছেন স্পিনিং অলরাউন্ডার উইল জ্যাকস। অ্যাশেজের জন্য মঙ্গলবার ১৬ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে জ্যাকসের সেঙ্গ ফিরেছেন মার্ক উড ও ম্যাথু পটস। অ্যাশেজের আগে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ঐ সফরের জন্যও পৃথক-পৃথক দল ঘোষণা করেছে ইসিবি। ২০২২ সালে পাকিস্তান সফরে অভিষেক হয় স্পিন অলরাউন্ডার জ্যাকসের। ঐ সিরিজে ২ ম্যাচ খেলে ৮৯ রানের পাশাপাশি ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর দল থেকে বাদ পাড়েন জ্যাকস। প্রায় তিন বছর পর আবারও টেস্ট দলে ফিরলেন ইংল্যান্ডের হয়ে ২১টি ওয়ানডে ও ২৯টি...