১৪ বছর বয়সে একের পর এক রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। বৈভবের বেশিরভাগ রেকর্ডই বয়সভিত্তিক পর্যায়ের হলেও, সর্বশেষ আইপিএলে তিনি রেকর্ড ভাঙা-গড়ায় টেক্কা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট তারকাদের সঙ্গে। এবার অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড গড়লেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ সেপ্টেম্বর অনূর্ধ্ব-১৯ দলের প্রথম ওয়ানডেতে ৭ উইকেটে জয় পায় ভারত। আজ (বুধবার) তার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে। যেখানে তিন ফিফটিতে ৩০০ রানের বড় সংগ্রহ পেয়েছে সফরকারী ভারত। তাদের পক্ষে অভিজ্ঞান কুন্ডু সর্বোচ্চ ৭১, বৈভব সূর্যবংশী ও ভিহান মালহোত্রা সমান ৭০ রান করেছেন। বৈভব ৬৮ বলে ৭০ রানের ইনিংসটি সাজিয়েছেন ৫টি চার ও ৬টি ছক্কায়। এর মধ্য দিয়ে যুব ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ড হয়ে গেল ১৪ বছর বয়সী এই ভারতীয় ব্যাটসম্যানের। মাত্র ১০ ওয়ানডেতে বৈভব ৪১টি ছক্কা হাঁকিয়েছেন বৈভব। এতদিন ৩৮...