অভিযোগ উঠেছে, পুঠিয়ায় সার সংকটের মূলে রয়েছে একটি অসাধু চক্র। এই চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা লাভের অপচষ্টা করছে। ডিলারদের কাছে সার মজুদ থাকলেও তারা বিক্রি বন্ধ করে কৃষকদের বিপাকে ফেলছে বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে, কৃষকদের ১২-১৭ দিন অপেক্ষা করতে হচ্ছে সার পেতে। খুচরা ব্যবসায়ীরা ডিলারদের কাছ থেকে বাড়তি দামে সার কিনে কৃষকদের কাছে আরও বেশি দামে বিক্রি করছেন। এমনকি ভুয়া তালিকা ব্যবহার করে সার সংগ্রহ করে মজুদ করা হচ্ছে, যা বাজারে সংকটকে আরও তীব্র করছে। এই সমস্যা কেবল পুঠিয়ার নয়। দেশের আরও অনেক স্থানে এমন সমস্যা দেখা দিয়েছে। বর্তমান নিয়মে, সার বিতরণের আগে ডিলারদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তার অনুমোদন নিতে হয়। মাঠ পরিদর্শন, বিক্রির রশিদে স্বাক্ষর এবং জেলা প্রশাসনের অনুমোদনের এই প্রক্রিয়া শেষ...