পোষ্য কোটা পুনর্বহাল এবং উপ-উপাচার্য, প্রক্টরসহ অন্যান্য শিক্ষক–কর্মকর্তাদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই শর্তে সাত দিনের আল্টিমেটাম দিয়ে ‘পূর্ণাঙ্গ শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহার করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে শিক্ষক লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম পূর্ণদিবস কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। বুধবার(২৪ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে আলাদা ব্রিফিংয়ে এ ঘোষণা দেন অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম। শাটডাউন প্রত্যাহারের ঘোষণা দিয়ে মোক্তার হোসেন বলেন, “প্রশাসনের আমন্ত্রণে আলোচনায় বসেছিলাম। তারা আমাদের আশ্বস্ত করেছে এবং আহ্বান জানিয়েছে প্রশাসন ও একাডেমিক কার্যক্রম সচল রাখার স্বার্থে কয়েকদিন সময় দিতে। সেই বিবেচনায় আমরা সাত কর্মদিবস সময় দিচ্ছি। এর মধ্যে যদি সন্ত্রাসীদের বিচার এবং প্রাতিষ্ঠানিক অধিকার (পোষ্য কোটা) ফিরিয়ে দেওয়া না হয়,...