২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেদিনই পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তবে দীর্ঘদিন দেশে লুকিয়ে থাকার পর ২০২৪ সালের অক্টোবর মাসে পালিয়ে ভারতে যান সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত। বর্তমানে আওয়ামী নেতারা কলকাতার ক্যাফেতে ঘন ঘন একে অপরের সাথে দেখা করেছেন। তারা নিয়মিত বাংলাদেশে থাকা দলীয় কর্মীদের সাথে ভার্চুয়াল আলোচনা করেছেনও। নানাভাবে করছেন দেশে ফেরার পরিকল্পনা। ভারতের অনলাইন স্ক্রল এ নিয়ে একটি দীর্ঘ প্রতিবেদন প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়, ছাত্র বিপ্লব ঢাকাজুড়ে ছড়িয়ে পড়ার পর কীভাবে ২০২৪ সালের অক্টোবরে পালিয়ে যেতে হয়েছিল সে কথা স্মরণ হাবিবে মিল্লাত মাথা ঝাঁকিয়ে বিরক্তির সঙ্গে হাত মুখে তোলেন। আওয়ামী লীগের ৫৯ বছর বয়সী সাবেক এই এমপি বলেন, ‘ঢাকায় লুকিয়ে থাকার সময় আমি সাত সপ্তাহ সূর্যের আলো...