ভারতের কলকাতার বাংলা দৈনিক ‘এই সময়’-এ প্রকাশিত একটি প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ বলে তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। সাক্ষাৎকারটি নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়ার পর বুধবার দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত দলের এক বিবৃতিতে একথা জানানো হয়। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ‘আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক’ বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে ভাষ্য প্রচার করেছে কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’, সেই প্রতিবেদনকে বিএনপি বিবৃতিতে ‘ডাহা মিথ্যা ও মনগড়া’ বলেছে। বিবৃতিতে আরও বলা হয়, সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা ‘এই সময়’কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়েছে। ‘নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল’ এই শিরোনামে গতকাল ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয় যা ডাহা মিথ্যা...