এশিয়া কাপের মঞ্চে এক সপ্তাহের ব্যবধানে দুইবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। সেই ধারাবাহিকতা তুলে ধরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব সম্প্রতি বলেছেন, এখন আর ভারত-পাকিস্তান ম্যাচকে “প্রতিদ্বন্দ্বিতা” বলা যায় না। তার ভাষায়, “রাইভ্যালরি তখনই হয় যখন দুই দল ১৫–২০ ম্যাচ খেলে, আর ফলাফলে ব্যবধান থাকে ৮-৭। এখানে তো ৩-০ বা ১০-১ এর মতো কিছু একটা চলছে। এটা আর কোনো রাইভ্যালরি নয়।” সূর্যর এমন মন্তব্যে পাকিস্তানি সমর্থকদের মধ্যে যেমন আলোচনা শুরু হয়েছে, তেমনি জবাব দিয়েছেন পেসার শাহীন শাহ আফ্রিদিও। আজ এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ও যা খুশি বলুক। এখনো তো ওরা ফাইনালে ওঠেনি, আমরাও উঠিনি। সময় এলে দেখা যাবে। আমাদের কাজ হলো জেতা। আমরা এশিয়া কাপ জিততে এসেছি। ইনশাআল্লাহ আমাদের সেরাটা দেব।” শুধু বলেই নয়, ব্যাট হাতেও দলের জন্য অবদান...