এশিয়া কাপে সুপার ফোরের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, সাবেক ভারতীয় ক্রিকেটার ও বর্তমান ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বিশ্বাস করেন, টাইগারদের পক্ষে এই ম্যাচ জেতা সম্ভব। শুধু তাই নয়, ভারতের শক্তি-দুর্বলতার খুঁটিনাটি বিশ্লেষণ করে দিয়েছেন তিনি, সঙ্গে দিয়েছেন জয়ের টোটকাও।দুবাইয়ে বাংলাদেশের একটি সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মাঞ্জরেকার বলেন, ‘ভারতকে হারানো অসম্ভব কিছু নয়। বর্তমান ফর্মে বাংলাদেশ এই টুর্নামেন্টের দ্বিতীয় সেরা দল।’বাংলাদেশ সুপার ফোরে প্রবেশ করেছে দুর্দান্তভাবে—প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে এখন ফাইনালের পথে এগোচ্ছে লিটন দাসের দল। হাতে আছে আরও দুই ম্যাচ: বুধবার ভারতের বিপক্ষে এবং পরদিন পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। এর মধ্যে একটি জিতলেই ফাইনালে খেলার সম্ভাবনা প্রায় নিশ্চিত। তবে কাগজে-কলমে কিংবা সাম্প্রতিক পারফরম্যান্সে ভারত অনেক এগিয়ে।১৯৮৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ভারতের হয়ে...