২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৯ পিএম | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম বলিউডের অন্যতম জনপ্রিয় প্রাপ্তবয়স্ক কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘মাস্তি’ ফিরছে পর্দায়। সিনেমাটির চতুর্থ কিস্তি মুক্তি পেতে যাচ্ছে। মিলাপ জাভেরি পরিচালিত জনপ্রিয় কমেডি সিরিজের চতুর্থ কিস্তির ফার্স্ট লুক টিজার প্রকাশ হয়েছে। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর কমেডি নিয়ে একসঙ্গে ফিরছেন রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় এবং আফতাব শিবদাসান। গতকাল প্রকাশিত হয়েছে টিজারটি। যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হাস্যরস ও মজার মুহূর্তে দর্শকদের মুগ্ধ করেছেন তিন অভিনেতা। টিজারের দৈর্ঘ্য ১ মিনিট ২৪ সেকেন্ড। এতে দর্শকরা দেখতে পান রিতেশ, বিবেক ও আফতাবের হাস্যরসের মিশ্রণ, বিশেষ করে বিবেকের একটি সংলাপ যা দর্শককে ফেটে হেসে তোলে। এছাড়া এলনাজ নুরুজি, রুহি সিং, নাটালিয়া জানোসজেক ও শ্রেয়া শর্মার অভিনয় টিজারটিকে আরো আকর্ষণীয় করেছে। টিজার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায়...