যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেবল তখনই নোবেল শান্তি পুরষ্কার জিততে পারবেন, যখন তিনি গাজায় ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত বন্ধ করবেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ কথা বলেন। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে বিএফএমটিভি’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে কেবল একজনই কিছু করতে পারেন, উনি হলেন ইউএসএ প্রেসিডেন্ট। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমি একজন মার্কিন প্রেসিডেন্টকে দেখতে পাচ্ছি— যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেতে চান। তিনি এদিন সকালে সাধারণ পরিষদে স্বতস্ফূর্তভাবেই বলেছেন, ‘আমি শান্তি চাই, এই সংঘাতের সমাধান করব।’ তার উদ্দেশে মাখোঁ বলেন, নোবেল শান্তি পুরস্কার কেবল তখনই আপনি পেতে পারেন, যখন এই সংঘাত বন্ধ করবেন। আপনাকে ইসরাইলি সরকারকে চাপ দিতে হবে, যেন তারা থেমে যায়,...