এশিয়া কাপে বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় লড়াইটা এখন মাঠ ছাড়িয়ে সমর্থকদের মাঝেও পৌঁছে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কথার লড়াই খেয়াল করলে যেটি আরও ভালোভাবে লক্ষ্য করা যায়। মাঠে থাকা দর্শকদের বাইরে এই প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করতে টিভি পর্দায় অথবা অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মে চোখ রাখবেন ভক্ত-সমর্থকরা। সুপারে ফোরে আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ আর ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। খেলাটি দেখতে বাংলাদেশের বেশিরভাগ দর্শকই চোখ রাখবেন টিভিতে বা অনলাইন প্ল্যাটফর্মে। এশিয়া কাপে বাংলাদেশ-ভারত ম্যাচটি টিভিতে সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে। এছাড়া, সনি লিভে দেখা যাবে ম্যাচ। অনলাইনে দর্শকরা খেলা দেখতে পারবেন ট্যাপম্যাড অ্যাপে ও টফিতে। ভারতের বিপক্ষে লড়াইটা বাংলাদেশের জন্য যে সহজ হবে না সেটি পরিসংখ্যানই বলছে। এশিয়া কাপে ওয়ানডে ও...