কাতারের রাজধানী দোহায় ইসরাইলি বিমান হামলায় হামাসের পাঁচ সদস্যসহ ছয়জন নিহত হওয়ার পর উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে সতর্ক হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) যৌথ প্রতিরক্ষা কাউন্সিল দোহায় জরুরি বৈঠক করে। বৈঠক শেষে জিসিসি মহাসচিব জাসেম মোহাম্মদ আলবুদাইভি বলেন, কাতারের ওপর হামলা মানেই জিসিসির সব সদস্য দেশের ওপর হামলা। তিনি জানান, সদস্য রাষ্ট্রগুলো যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করবে, গোয়েন্দা তথ্য বিনিময় বাড়াবে এবং আকাশসীমায় সমন্বয় জোরদার করবে। পাশাপাশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আগাম সতর্কীকরণ ব্যবস্থা চালু ও যৌথ সামরিক মহড়ার সিদ্ধান্ত হয়েছে। ১৯৮১ সালে গঠিত গালফ কো-অপারেশন কাউন্সিলের সদস্য রাষ্ট্র হলো—বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করাই এ জোটের মূল উদ্দেশ্য। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস)...