লাদাখকে রাজ্য ঘোষণার দাবিতে চলমান আন্দোলন সহিংস রূপ নিয়েছে। লেহ শহরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পাথর নিক্ষেপ করে এবং একটি পুলিশ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। চলমান রাজ্য পুনর্বহালের দাবিতে এটি এই অঞ্চলের প্রথম বড় ধরনের সহিংসতার ঘটনা। আজ ২৪ সেপ্টেম্বর বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সকালে শত শত বিক্ষোভকারী লেহ শহরের রাস্তায় নেমে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষার দাবিতে স্লোগান দিতে থাকে। আন্দোলনকারীরা গত দুই সপ্তাহ ধরে অনশন কর্মসূচি পালন করছে এবং আজ সর্বাত্মক হরতালের ডাক দেয়। বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনতা লেহ শহরে বিজেপির কার্যালয়ে হামলা চালায়, পুলিশের দিকে পাথর নিক্ষেপ করে এবং পরে পুলিশের একটি যানবাহন পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং লাঠিচার্জ চালায়। গত দুই সপ্তাহ ধরে পরিবেশকর্মী সোনম...